ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, নির্দিষ্ট হাটের জন্য নির্ধারিত পশুবাহী গাড়ি জোরপূর্বক অন্য পশুর হাটে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৪ জুন) পশুর হাটে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনার সমন্বয় সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।
হাবিবুর বলেন, ব্যবসায়ীদের ট্রাকের সামনে গন্তব্য উল্লেখ করে একটি ব্যানার লাগাতে হবে এবং প্রয়োজনে পশুর হাটের ইজারাদারের মোবাইল নম্বর ব্যানারে অন্তর্ভুক্ত করতে হবে।
এ ধরনের ঘটনা ঘটলে ওই এলাকার হাইওয়ে পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।
সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশুর হাটের অনুমতি দেওয়া হবে এবং অন্য কোথাও কেউ পশুর হাট বসানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা তা দেখবেন।
জেলা ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট, স্থানীয় পুলিশ ও পশুর হাটের ইজারাদাররা সমন্বিতভাবে কাজ করবেন বলে জানান ডিএমপি কমিশনার।
রাস্তাঘাট নির্বিঘ্ন রাখতে পশুর হাটের চারপাশে ব্যারিকেড নির্মাণের জন্য ইজারাদারদের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া জাল নোট শনাক্তকরণে পুলিশ সহায়তা দেবে এবং মাদক চক্রের কার্যক্রম রোধে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান হাবিবুর রহমান।
—–ইউএনবি
আরও পড়ুন
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫
আলোচিত মামলা থেকে খালাস, অব্যাহতি