বাগেরহাটের মোংলায় পশুর নদী থেকে চার হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
রবিবার ভোরে পশুর নদীর ওমেরা গ্যাস জেটি সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন- খুলনা জেলার কয়রা উপজেলার কুসুডাংগা গ্রামের বিল্লাল সরদার (৩১) এবং নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার গাংচিল গ্রামের নূর আলম (৫৩)।
কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা এম মামুনুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা পশুর নদীতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা দু’টি নৌকা জব্দ করে। ওই দু’টি নৌকা তল্লাশি করে ব্যারেল ভর্তি চার হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এসময় চোরাকারবারি সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করা হয়।
ওই সিন্ডিকেটের কয়েকজন সদস্য নৌকা থেকে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা নিতে ডিজেলসহ আটক দুইজনকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২