ভারতের পশ্চিমবঙ্গে স্কুলশিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে শনিবার রাজ্যের জ্যৈষ্ঠ মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে আটক করা হয়েছে।
পার্থ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে হেফাজতে নেয়।
ফেডারেল এজেন্সির এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘তাকে আদালতে হাজির করা হবে এবং আমরা হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাইব।’
শুক্রবার পার্থের এক মেয়ে বান্ধবীর বাড়িতে অভিযান চালানোর সময় ২০ কোটি রুপির বেশি জব্দ করার পর তাকে ফেডারেল এজেন্সির গোয়েন্দারা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।
শুক্রবার ইডির আরেক কর্মকর্তা বলেন, ‘অর্পিতা মুখার্জির একটি ফ্ল্যাট থেকে ২০ কোটি রুপির বেশি মূল্যের নগদ অর্থ জব্দ করা হয়েছে। এই অর্থ নিয়োগ কেলেঙ্কারির আয় বলে সন্দেহ করা হচ্ছে।’
—ইউএনবি
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস