April 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 16th, 2025, 2:50 pm

পশ্চিমা ৪ দেশকে রুশ গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি

 

পশ্চিমা চার দেশকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন। তিনি বলেন, ন্যাটো যদি রাশিয়া বা বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে এসব দেশকে নিশানা করা হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যাটো যদি রাশিয়া বা বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলো- লিথুয়ানিয়া, লাতভিয়া ও এস্তোনিয়া- প্রথমে ক্ষতির সম্মুখীন হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে নারিশকিন বলেন, ন্যাটো যদি রাশিয়া বা বেলারুশকে হুমকি দেয়, তাহলে সমগ্র সামরিক জোটের ওপরই প্রতিক্রিয়া আসবে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো।

তিনি বলেন, পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলো বিশেষভাবে আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে, অন্তত কথার মাধ্যমে। তারা সর্বদা অস্ত্রের ঝনঝনানি করছে।

নারিশকিন অভিযোগ করেন, ন্যাটোর সামরিক তৎপরতা রাশিয়া ও বেলারুশ সীমান্তের কাছে বেড়ে যাওয়াতেই ইউরোপীয় মহাদেশে বর্তমান ‘বিপজ্জনক সংকটের’ সৃষ্টি হয়েছে। পোল্যান্ড তার সীমান্তে, বিশেষ করে বেলারুশ ও কালিনিনগ্রাদের সঙ্গে যুক্ত অংশে প্রায় ২০ লাখ অ্যান্টি-ট্যাঙ্ক মাইন বসানোর পরিকল্পনা করছে বলেও দাবি করেন তিনি।

পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো সম্প্রতি জানিয়েছে, রাশিয়ার হুমকির প্রেক্ষিতে তারা অটোয়া কনভেনশন থেকে সরে আসছে। এই আন্তর্জাতিক চুক্তিটি ভূমিমাইন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এছাড়াও নারিশকিন উল্লেখ করেন, পোল্যান্ড সম্প্রতি পারমাণবিক অস্ত্রে প্রবেশাধিকারের আগ্রহ প্রকাশ করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সম্প্রতি ইউরোপীয় মিত্রদের ফ্রান্সের পারমাণবিক ছায়ার আওতায় আনার প্রস্তাব দেন, যার জবাবে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, এটি পোল্যান্ডের নিরাপত্তার জন্য লাভজনক হবে।