October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 9th, 2025, 6:02 pm

পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

 

পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সূত্র জানায়, নবগঠিত ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগই এর মালিকানা পরিচালনা করবে। পরবর্তী সময়ে উপযুক্ত সময় ও প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকটি বেসরকারি খাতে হস্তান্তর করা হবে।

এছাড়া, একীভূত হওয়ার পর কোনো ব্যাংকের কর্মীকে চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহকের আমানতের নিরাপত্তা ক্ষুণ্ন হবে না বলে বৈঠকে জানানো হয়েছে।

যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংকটি গঠিত হবে, সেগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।

বৈঠকে ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইন যুগোপযোগী করে সংশোধনের প্রস্তাবও অনুমোদন করা হয়।

এনএনবাংলা/