ইডেন মহিলা কলেজকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং কোনো বিভাগ বন্ধ না করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১টার দিকে কলেজের ২ নম্বর গেট এলাকায় আজিমপুর-নীলক্ষেত সড়কটি তারা অবরুদ্ধ করেন। এতে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘তোমার দাবি আমার দাবি, পাঁচ দফা’, ‘সহশিক্ষার ঠিকানা, ইডেনে হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো—
১. ইডেনকে কেবল নারীদের জন্য সংরক্ষিত রাখা।
২. কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করা।
৩. বিশ্ববিদ্যালয়ের সময়সূচি ১টা থেকে ৭টা নয়, পুরো ২৪ ঘণ্টা খোলা রাখা।
৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বহাল রাখা ও ইন্টারমিডিয়েট পুনরায় চালু না করা।
৫. ইডেন কলেজ মহিলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সক্ষমতা রাখে; তাই এটিকে একটি মাত্র ফ্যাকাল্টিতে সীমিত না করা।
পুলিশ জানায়, কিছুক্ষণ সড়ক থেকে সরে গেলেও পরে শিক্ষার্থীরা আবারও অবস্থান নেন। তাদের এই অবস্থানের কারণে ব্যস্ত সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং পথচারীরা ভোগান্তিতে পড়েন।
এনএনবাংলা/

আরও পড়ুন
এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা ইসির
ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা