November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 5th, 2025, 10:20 pm

পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় শাকিব খান

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠে আবারও দেখা যাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে, তবে এবারও ভিন্ন ভূমিকায়—দলের মালিক হিসেবে। আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, শাকিবের প্রতিষ্ঠান ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’ আগামী পাঁচ বছর বিপিএলের ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা ধরে রাখবে।

গেল আসরে প্রথমবারের মতো বিপিএলে মালিকানা নিয়ে অংশ নেয় ঢাকা ক্যাপিটালস। শিরোপা না জিতলেও মাঠ ও গ্যালারিতে শাকিবের উপস্থিতি বিপিএলে নতুন মাত্রা যোগ করেছিল। এবার তিনি প্রতিশ্রুতি অনুযায়ী দলকে আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে প্রস্তুত।

এদিকে, বিপিএল-এর ১২তম আসর শুরু হচ্ছে ১৯ ডিসেম্বর, প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ফাইনাল নির্ধারিত ১৬ জানুয়ারি। এবার মোট পাঁচটি দল অংশ নিচ্ছে—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা ও বরিশাল।

নতুন আসরের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান— ঢাকা: চ্যাম্পিয়ন স্পোর্টস (শাকিব খান), রংপুর: টগি স্পোর্টস, চট্টগ্রাম: ট্রায়াঙ্গেল সার্ভিসেস, রাজশাহী: নাবিল গ্রুপ, সিলেট: ক্রিকেট উইথ সামি।

শাকিব খান এখন শুধু সিনেমার পর্দায় নন, বিপিএলের মাঠেও ‘কিং খান’ হয়ে উঠছেন—এবার দীর্ঘ পাঁচ বছরের যাত্রায় ঢাকা ক্যাপিটালসের স্বপ্ন নেতৃত্ব দেবেন তিনি।

এনএনবাংলা/