অনলাইন ডেস্ক :
‘বোঝা না সে বোঝে না’ ধারাবাহিকে ‘অরণ্য’ ও ‘পাখি’ চরিত্রে কাজ করে জনপ্রিয়তা পান যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার। ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ‘ও মন রে’ গানের ভিডিওতে জুটি হিসেবে প্রত্যাবর্তন ঘটল তাদের। দুজনেই পরে সিনেমায় নাম লিখিয়েছেন। তবে একসঙ্গে বড় পর্দায় এখনো দেখা দেননি তারা। সম্প্রতি ‘ও মন রে’ গানের ভিডিওতে জুটি বেঁধে ‘পাখি’ ও ‘অরণ্য’ ফের আলোচনায় এসেছেন। গানের ভিডিওর একটি ক্লিপ শেয়ার করে যশ লিখেছেন, সুদিন চলে যাওয়ার পরেই তার মূল্য বোঝা যায়। অন্য দিকে মধুমিতা লিখেছেন, ফিরে পাওয়া যায় কি সত্যিকারের ভালোবাসা?’ এক সময় নাকি যশ ও মধুমিতার সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছিল। টানা তিন বছর একই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার পরেও নাকি দুই সহকর্মীর মধ্যে তৈরি হয়েছিল দূরত্ব। কিন্তু সব জল্পনা উড়িয়ে দীর্ঘ পাঁচ বছর পরে আবার একসঙ্গে কাজ করলেন যশ এবং মধুমিতা। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ‘ও মন রে’ গানের ভিডিও।
আরও পড়ুন
মেকআপ আর্টিস্টকে বিয়ের খবর ভাইরাল,এখনো হয়নি দাবি তাহসান এর
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
২০২৫ সালে বলিউডের সুনজর যেসব সিনেমায়