অনলাইন ডেস্ক :
আধাসামরিক বাসিজ বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে পাঁচ জনকে মৃত্যুদন্ড দিয়েছে ইরান। দেশটিতে যখন প্রধান শহরগুলোতে আন্দোলন অব্যাহত আছে, তখনই এই মৃত্যুদন্ডের খবর পাওয়া গেলো। গত মঙ্গলবার ওই রায়ের খবর দেন দেশটির বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি। তিনি জানান, মৃত্যুদন্ডের পাশাপাশি ১১ জনকে দীর্ঘ কারাদন্ডও দেয়া হয়েছে। দন্ড পাওয়াদের মধ্যে তিন শিশুও রয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। গণমাধ্যমটির খবরে জানানো হয়, বাসিজ বাহিনীর ওই সদস্যদের নাম রুহুল্লাহ আজামিয়ান। ৩রা অক্টোবর কারাজ শহরে তাকে হত্যা করা হয়। ২৭ বছর বয়স্ক আজামিয়ান চলমান আন্দোলনকারীদের হাতেই মারা গেছেন বলে জানা গেছে। মাহসা আমিনি নামের এক ২২ বছরের কুর্দি নারী পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর থেকেই উত্তাল গোটা ইরান। প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ টানা আন্দোলন করে চলেছে। তারা ইরানের হিজাব আইন পরিবর্তনসহ গোটা শাসন ব্যবস্থার পতনের দাবিও তুলেছেন।তবে এসব আন্দোলন সব জায়গায় শান্তিপূর্ণ ছিল না। ইরানের নিরাপত্তা বাহিনীর উপরেও একাধিক স্থানে হামলার ঘটনা ঘটেছে। গত ১২ই নভেম্বর ‘মিজান অনলাইন’ জানিয়েছিল, আজামিয়ান হত্যার দায়ে ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। যদিও বিচারকার্য শুরু হওয়ার পর জানা যায়, আসল অভিযুক্ত ১৬ জন। সাজাপ্রাপ্তরা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। গত সোমবার ইরানের একজন জেনারেল জানান, এই আন্দোলনে কমপক্ষে ৩০০ বিক্ষোভকারী নিহত হয়েছে। এরমধ্যে নিরাপত্তা বাহিনীরও কয়েক ডজন সদস্য রয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কয়েক হাজার আন্দোলনকারীকে। এর পরেও আন্দোলন থামার কোনো লক্ষণ নেই।
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি ট্রাম্পের
যুক্তরাজ্যে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য দোয়া
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত : বিজেপি নেতা