January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 15th, 2021, 9:02 pm

পাঁজরের চোট নিয়েই খেলবেন ওয়ার্নার

অনলাইন ডেস্ক :

অ্যাশেজের প্রথম টেস্টে হেসেখেলেই ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবে স্বস্তি নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামার কথা অসিদের। কিন্তু, চোটের কারণে উল্টো অস্বস্তি অসি শিবিরে। চোটে ছিটকে গেছেন গুরুত্বপূর্ণ বোলার জশ হেইজেলউড। তাঁর বদলে খেলবেন জাই রিচার্ডসন। অন্যদিকে, চোটের কারণে শঙ্কা জাগে ডেভিড ওয়ার্নারের খেলা নিয়েও। তবে, শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টেও থাকছেন অসি ওপেনার। পাঁজরের চোট নিয়েই অ্যালিডেড টেস্টে খেলবেন ওয়ার্নার। আজ বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ম্যাচের আগের দিন গতকাল বুধবার একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ার্নারের চোট নিয়ে কিছুটা ঝুঁকি থাকলেও অধিনায়ক প্যাট কামিন্স আশা করছেন, সেরা দিয়েই খেলবেন ওয়ার্নার। অধিনায়কের কথায়, ‘ডেভি (ওয়ার্নার) যদি মনে করত যে, সে স্বাভাবিক অবস্থার মতো খেলবে পারবে না, তাহলে সে খেলত না। আমার মনে হয় না, স্বাভাবিক অবস্থার চেয়ে ভিন্ন ব্যাটিং করতে দেখা যাবে তাকে। গতকাল সে একটু অস্বস্তি নিয়ে ব্যাট করেছে। তবে তাকে তো চিনি, সে খেলার সুযোগ হাতছাড়া করবে না। মাঠে নামলে উত্তেজনায় সে ঠিক হয়ে যাবে। হাড়ে তো চিড় ধরেনি যে পরিস্থিতি আরও খারাপ হবে। সে ৯০টির মতো টেস্ট খেলেছে। এর অনেকগুলোই অস্বস্তি নিয়ে বা টুকটাক চোট নিয়ে খেলেছে। কালও সে ঠিক থাকবে।’
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিনস (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও ঝাই রিচার্ডসন।