খুলনার পাইকগাছা উপজেলার ৪০ টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
২০২৫-২৬ আর্থিক বছরের রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তি কার্যক্রমের আওতায় ৪০ টি পুকুর ও জলাশয়ে ৪৮৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, এসডিএফ ক্লাস্টার কর্মকর্তা নাসিম আনসারী ও ক্ষেত্র সহকারী রণধীর।
মাসুম বিল্লাহ ইমরান
খুলনা ব্যুরো
আরও পড়ুন
বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত- প্রিন্স
রংপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৭৩টি বাইসাইকেল বিতরণ
রংপুরে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান