January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 1st, 2021, 6:53 pm

পাইলট কাইয়ুমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আগামীকাল বৃহস্পতিবার (২রা সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারত থেকে দেশে আনা হবে।

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা সবাই শোকাবহ, একজন সম্মানিত পাইলট, যিনি এর আগেও বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে অনেক যাত্রীর জীবন রক্ষার্থে যে দক্ষতা দেখিয়েছেন এবং যাত্রীদেরকে নিরাপদে অবতরণের ব্যাপারে দক্ষতা দেখিয়েছেন। তিনি আজকে আমাদের মধ্যে নেই, আমরা অত্যন্ত শোকাবহ।

তিনি বলেন, ‘যতদ্রুত সম্ভব তার মৃতদেহ দেশে আনার ব্যবস্থা নেয়া হয়েছে। সম্ভবত আগামীকাল সকাল সাড়ে ৮টায় উনার মরদেহ আসবে। আমরা মর্মাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু নিয়মিত ফ্লাইট অপারেট হচ্ছে না, এখন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মিশন প্লাস ওই দেশের সিভিল এভিয়েশনের পার্মিশন, সবগুলোই নিতে হবে। যে অপশনটি সহজ হয়, সে অপশন ব্যবহার করেই আমরা নিয়ে আসব।’

সূত্র: ইউএনবি