December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 19th, 2024, 7:40 pm

পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবেলায় মুখিয়ে আছে দল: হাথুরুসিংহে

অনলাইন ডেস্ক :

বুধবার থেকে পাকিস্তানের বিপক্ষে লাল বলের চ্যালেঞ্জ সামলাতে নামবেন শান্তরা। তার আগে সোমবার (১৯ আগষ্ট) রাওয়ালপিন্ডিতে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিরুদ্ধ কন্ডিশনে বাংলাদেশের খেলোয়াড়রা টেস্ট ম্যাচের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মুখিয়ে আছেন বলে মন্তব্য করেছেন হাথুরু। রাওয়ালপিন্ডির পিচ ও কন্ডিশন সম্পর্কে প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘পিন্ডির পিচ দেখে অনেক বেশি পেসবান্ধব মনে হচ্ছে, একই সঙ্গে এখানে ব্যাটিং করাও সহজ হবে।

পাকিস্তানের স্কোয়াডে স্পিনারদের সংখ্যা দেখেও বোঝা যায় এটি স্পিনবান্ধব হবে না। বিগত সময়গুলোতে আমরা ভালো পেসার তৈরি করতে পেরেছি। যদি কন্ডিশন দাবি করে তাহলে আমাদের দলেও ভালো পেসার রয়েছে। আমাদের দুজন বিশ্বমানের অলরাউন্ডার রয়েছেন যারা দারুণ স্পিন করেন, সাকিব আল হাসান ও মিরাজ। আমাদের যামনে পরিস্থিতি যাই আসুক না কেন তার জন্য সব দিক থেকেই আমরা পরিকল্পনা করে রেখেছি।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিমন্ত্রণে নির্ধারিত তারিখের কিছুদিন আগেই দল পাকিস্তানে এসেছে। লাহোরে অনুশীলনের সুযোগ পেয়েছে। খেলোয়াড়দের মনোভাব সম্পর্কে কোচ বলেন, ‘আগেভাগে পাকিস্তানে আসা এবং লাহোরে অনুশীলন সুবিধার জন্য আমরা পিসিবির প্রতি কৃতজ্ঞ। লাহোরের অনুশীলন সুবিধাসমূহ চমৎকার ছিল। আমরা সেখানে দারুণ ৩টি দিন কাটিয়েছে। দলের ৬ জন খেলোয়াড় আগে এসে ‘এ’ দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে। ভালো অনুশীলন হওয়ায় দলের খেলোয়াড়রা ভালো অবস্থায় আছে এবং মাঠের চ্যালেঞ্জে মোকাবেলার জন্য মুখিয়ে আছে।’