এপি, পাকিস্তান :
পাকিস্তানের একটি প্রদেশে হিমবাহ গলে যাওয়ার কারণে বন্যা সতর্কতা জারি করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা না হলে ব্যাপক প্রাণহানির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
পাকিস্তান চরম আবহাওয়ার দিনের সম্মুখীন হয়েছে, বেশ কয়েকজন মারা গেছে এবং সম্পত্তি ও কৃষিজমির ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এপ্রিলে দেশটিতে স্বাভাবিকের চেয়ে বেশি ভারী বৃষ্টিপাত হচ্ছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য প্রদেশ খাইবার পাখতুনখোয়া বন্যায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ বেশ কয়েকটি জেলায় হিমবাহ গলে যাওয়ার কারণে বন্যা সতর্কতা জারি করেছে।
তারা বলেছে, বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং যেকোনো বিপদের আগেই লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে হবে।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুহাম্মদ কায়সার খান বলেন, ‘সময়মতো নিরাপত্তা ব্যবস্থা না নিলে প্রত্যাশিত বন্যা পরিস্থিতির কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।’
প্রদেশটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বৃষ্টিজনিত কারণে গত ৫ দিনে ৩৩ শিশুসহ ৫৯ জনের মৃত্যু হয়েছে।
অন্তত ২ হাজার ৮৭৫টি বাড়ি ও ২৬টি বিদ্যালয় হয় ধসে পড়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানেও বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তাদের সীমিত সংস্থান রয়েছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদেরকে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে হবে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন