অনলাইন ডেস্ক :
সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার সদস্যরা।
মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্সি নামে পরিচিত হোয়াইট মার্বেল প্যালেসে ৩৪ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাদিক সানজরানি।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর ১১ এপ্রিল শাহবাজ শরিফ দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
শরীফের সাবেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও তার জোট সরকারের অংশ হয়েছেন। মন্ত্রীদের বিস্তারিত তথ্য কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়া বিশিষ্ট নেতাদের মধ্যে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ দলের সদস্য খাজা মোহাম্মদ আসিফ রয়েছেন। এছাড়াও আছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দলের খুরশীদ শাহ ও শেরি রেহমানসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ।
উল্লেখ্য, ১০ এপ্রিল অনাস্থা ভোটে ৬৯ বছর বয়সী ইমরান খানকে রাজনৈতিক নাটকীয়তা ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর ক্ষমতাচ্যুত করা হয়।
কিন্তু ইমরান খান জোর দিয়ে বলেছেন, পাকিস্তানের শাসন ক্ষমতা থেকে তাকে অপসারণের জন্য করা ষড়যন্ত্রে ওয়াশিংটন তার বিরোধী পক্ষকে সাহায্য করছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন