October 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 21st, 2025, 8:24 pm

পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় সরকার : তৌহিদ হোসেন

 

অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আগ্রহী। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, অর্থনৈতিক স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখে সরকার দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসন্ন সময়ে পাকিস্তানের অর্থমন্ত্রীর ঢাকা সফর প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “আমরা পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক চাই। সেই স্বাভাবিক সম্পর্কেরই অংশ এমন সফরগুলো। তারা যদি সফরে আসে, আমরা তাদের স্বাগত জানাবো—এটাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, “আমরা চাই পাকিস্তানের সঙ্গে আমাদের অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাক। অনেক দিন ধরেই এ সম্পর্ক একতরফাভাবে স্থবির ছিল। এখন আমরা সেটি পুনরুজ্জীবিত করতে চাই। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করা আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত, এবং আমরা সে দিকেই এগোচ্ছি।

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের কাছে ঋণ সহায়তা চাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই মুহূর্তে এ বিষয়ে আমার কাছে কোনো নতুন আপডেট নেই।

এনএনবাংলা/