January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 31st, 2024, 7:44 pm

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

এপি, ইসলামাবাদ :

দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মাত্র একদিন আগে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে খানকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) ইমরান খান ও তার স্ত্রী বুশরার এই সাজা ঘোষণা করেন দেশটির একটি বিশেষ আদালত।

২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর খানের সর্বশেষ দোষী সাব্যস্ত হওয়া এবং এটি তৃতীয় সাজা।

সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় উপহার রাখা ও বিক্রি করার সবচেয়ে সাম্প্রতিক মামলায় খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনকে ঠিক আগ মুহূর্তে আদালত ইমরান খানকে কয়েক বছরের জন্য কোনো সরকারি পদে অযোগ্য ঘোষণা করে।

ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এত তাড়াহুড়ো করে সাজা দেওয়া হয়েছে যে বিচারক তার আইনি দলের পৌঁছানোর জন্যও অপেক্ষা করেননি।

খানের মৌলিক মানবিক ও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে এবং সর্বশেষ দোষী সাব্যস্ত হওয়া ও সাজা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হবে বলেও জানান এই আইনজীবী।

তিনি বলেন, ‘মনে হচ্ছে বিচারক রায় ঘোষণার জন্য তাড়াহুড়ো করছিলেন।’

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান মুখপাত্র জুলফিকার বুখারিও দোষী সাব্যস্ত হওয়া ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি আরব সরকারের কাছ থেকে গহনা ও ঘড়িসহ রাষ্ট্রীয় উপহার রাখার অভিযোগে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করার তিন সপ্তাহ পর সর্বশেষ দণ্ড দেওয়া হলো।

সর্বশেষ আদালতের আদেশটি খানের জন্য আরেকটি আঘাত। চলতি মাসের শুরুর দিকে রাওয়ালপিন্ডির কারাগারের আদালতে অভিযোগ পড়ে শোনানোর সময় তিনি ও বিবি নিজেকে নির্দোষ দাবি করেন।

বিচারক রায় ঘোষণার সময় খান স্বল্প সময় আদালতের শুনানিতে উপস্থিত ছিলেন।

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। তার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা সত্ত্বেও, তিনি জনপ্রিয় রয়েছেন এবং বর্তমানে দুর্নীতির দোষী সাব্যস্ত হয়ে সময় কাটাচ্ছেন এবং তার বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান রয়েছে।