December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 20th, 2023, 8:26 pm

পাকিস্তানের ৮ হাজার মিটার উচ্চতার সব পর্বত আরোহনের রেকর্ড নায়লার

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে অবস্থিত বিশ্বের ১২তম শীর্ষ চূড়ায় আরোহনের মাধ্যমে রেকর্ড গড়লেন দেশটির বিখ্যাত পর্বতারোহী নায়লা কিয়ানি। বৃহস্পতিবার (২০ জুলাই) ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার পর্বতটির চূড়ায় পৌঁছাতে সক্ষম হন তিনি। ফলে পাকিস্তানে ৮ হাজার মিটার উচ্চতার যতগুলো পর্বত রয়েছে সবগুলোতে আরোহনের রেকর্ড এখন নায়লা কিয়ানি। আল্পাইন ক্লাব অব পাকিস্তানের সাধারণ সম্পাদক কারার হায়দ্রি বলেন, নায়লা বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে পাকিস্তানের পঞ্চম শীর্ষ চূড়ায় সফলভাবে আরোহন করেন। তিনি বলেন, পাকিস্তানের প্রথম নারী হিসেবে দেশের আট হাজার মিটারের যে পাঁচটি চূড়া রয়েছে তার সবগুলোতে আরোহন করার রেকর্ড এখন তার। এনিয়ে বিশ্বের মোট ৮টি আট হাজার মিটার উচ্চতার চূড়ায় উঠলেন নায়লা কিয়ানি।

এর আগে তিনি লিজেন্ডরি এভারেস্ট, ডিফিকাল্ট কে২, কমান্ডিং লোটসে, পেরিলাস অন্নপূর্ণা, ইলুসিভ জি১ ও জি২ ও নাঙ্গা পর্বতে আরোহন করার মর্যাদা লাভ করেন। হায়দ্রি বলেন, মানুষ কীভাবে আপাতদৃষ্টিতে অপ্রতিরোধ্য বাধা অতিক্রম করতে পারে তার একটি জ¦লন্ত উদাহরণ হিসেবে নায়লা কাজ করে। মাত্র দুই সপ্তাহ আগে নায়লা আট হাজার ১২৬ মিটার উচ্চতার নাগা পর্বতে আরোহন করেন। এটি বিশ্বের নবম শীর্ষ উচ্চতার পর্বত।