পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২২৭।
উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাবের বেশ কয়েকটি জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর সংবাদমাধ্যম ডন ও বার্তা সংস্থা এএফপির।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন মুখপাত্র এএফপিকে জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মৃতের সংখ্যা গণনা করা হয়েছে। নিহতদের অধিকাংশই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।
রেসকিউ পাঞ্জাবের মুখপাত্র ফারুক আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ প্রদেশজুড়ে ভারি বৃষ্টিপাতের কারণে ৩৩ জন মারা গেছেন ও ১৭৬ জন আহত হয়েছেন।

পাঞ্জাব ওয়াসার মহাপরিচালক তৈয়ব ফরিদ বলেছেন, রাওয়ালপিন্ডি, চাকওয়াল ও আশেপাশের এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে নদী উপচে পড়েছে, যা গুরুতর বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) মুখপাত্র ইরফান আলী কাঠিয়া বলেন, বৃষ্টিপাত থামার সঙ্গে সঙ্গে পানি নামতে শুরু করেছে ও আটকে পড়া নাগরিকদের উদ্ধারের চেষ্টা চলছে।
চাকওয়ালের জেলা কমিশনার কুরাতুল আইন মালিক নিশ্চিত করেছেন, জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় হাসপাতাল ও সরকারি ভবনগুলোতে ত্রাণ শিবির খোলা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) এর আগে সোমবার ঝড়ো হাওয়া-বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল, যা ১৭ জুলাই পর্যন্ত সারা দেশে চলার কথা ছিল।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল
মধুমিতার বিয়ে
লোকাল বাস, বিয়াইন সাব ও গার্লফ্রেন্ডের বিয়া’র পর এবার ময়না