এপি, লাহোর :
পূর্ব পাকিস্তানে রেললাইনে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে। যাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রেলওয়ের শীর্ষ কর্মকর্তা শহীদ আজিজ বলেছেন, তদন্ত শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ লাহোরগামী যাত্রীবাহী ট্রেনটির চালক, তার সহকারী এবং দুই গ্রাউন্ড স্টাফকে কর্তব্যে অবহেলার জন্য বরখাস্ত করেছে।
আজিজ বলেন, সকালে কিলা সাত্তার শাহ স্টেশনের কাছে শাইখুপুরা জেলায় মিয়ানওয়ালী থেকে লাহোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। সেখানে পণ্যবাহী ট্রেনটি আগে থেকেই পার্ক করা ছিল।
তিনি বলেন, বেশিরভাগ আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, তবে গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। রেললাইনগুলো দ্রুত পরিষ্কার করা হয়েছে।
পাকিস্তানে রেলপথে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। ঔপনিবেশিক যুগের এই যোগাযোগ ব্যবস্থা বহুদিন আধুনিকায়ন করা হয়নি এবং এর নিরাপত্তার মানও দুর্বল।
আরও পড়ুন
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য