অনলাইন ডেস্ক :
সাইম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’ সিনেমাটি অস্কারে মনোনীত হলেও পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান সেন্সর বোর্ড ‘জয়ল্যান্ড’ ছবিটিকে প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দেওয়ার কয়েক দিন পরেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চলচ্চিত্রটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ছবিটি ২০২৩-এর অস্কারে মনোনীত হয়েছে এবং ছবিটি বিশ্বব্যাপী বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অত্যন্ত প্রশংসিত হয়েছে। এ ছাড়াও আন সার্টেন রিগার্ড জুরি পুরস্কার এবং কুইর পাম পুরস্কারও জিতেছিল। সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল। চলচ্চিত্রের কাহিনিতে তুলে ধরা হয়েছে একজন পুরুষ ও একজন ট্রান্সজেন্ডার নারীর প্রেমকাহিনি। সম্ভবত সে কারণেই কর্তৃপক্ষ মনে করছে এটি পাকিস্তানের ‘সামাজিক মূল্য, শালীনতা এবং নৈতিকতার’ মানদন্ড ধ্বংস করে দিয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কর্তৃপক্ষ দাবি করেছে, সাইম সাদিক পরিচালিত জয়ল্যান্ডে অত্যন্ত আপত্তিকর উপাদান রয়েছে। তবে মজার বিষয় হলো, সেন্সর বোর্ড এই সিনেমাটিকে জনসাধারণের দেখার জন্য গত ১৭ আগস্ট সনদ দিয়েছিল। গত ১১ নভেম্বর মন্ত্রণালয় বলেছে, এই ছবিটির বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে যে চলচ্চিত্রটিতে অত্যন্ত আপত্তিকর উপাদান রয়েছে, যা আমাদের সামাজিক মূল্যবোধ এবং নৈতিক মানদ- কলুষিত করবে। পাকিস্তানি ফিল্ম ‘জয়ল্যান্ড’ সাদিকের পরিচালনায় প্রথম ছবি। যেটি অস্কারে সেরা পাঁচে অংশগ্রহণ করেছে। ছবিটি ১৮ নভেম্বর পাকিস্তানে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত ছিল। বর্তমানে পাকিস্তানেই এ ছবি নিষিদ্ধ করা হয়েছে। ‘জয়ল্যান্ড’ ছবিতে একটি পিতৃতান্ত্রিক পরিবারকে দেখানো হয়েছে, যে পরিবারের কনিষ্ঠ সন্তান গোপনে একটি নৃত্য থিয়েটারে যোগ দেয়। ছবিটি লিখেছেন সাদিক নিজেই। এতে অভিনয় করছেন সানিয়া সাঈদ, আলি জুনেজো, আলিনা খান, সারওয়াত গিলানি, রাস্তি ফারুক, সালমান পীরজাদা ও সোহেল সমীর। ইসলামবিরোধী উল্লেখ করে পাকিস্তান সিনেটে কট্টরপন্থী জামায়াত-ই-ইসলামীর একমাত্র সিনেটর মুশতাক আহমদ খান এই ছবি প্রসঙ্গে বলেছেন, ‘পাকিস্তান একটি ইসলামিক দেশ এবং এর বিরুদ্ধে কোনো আইন, আদর্শ বা কার্যকলাপের অনুমতি দেওয়া যাবে না। ’অভিনেতা সারওয়াত গিলানি চলচ্চিত্রটির নিষেধাজ্ঞার বিরুদ্ধে টুইটারে উল্লেখ করেছেন, এটি খুবই লজ্জাজনক যে আমাদের দেশই একাডেমি অ্যাওয়ার্ডে এই চলচ্চিত্র পাঠিয়েছে, যেখানে আমাদের দেশেই এই ছবি মুক্তি পাচ্ছে না। ‘জয়ল্যান্ড’ মর্যাদাপূর্ণ কান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত প্রথম পাকিস্তানি সিনেমা ছিল।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল