January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 7th, 2024, 7:32 pm

পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বোমা হামলায় নিহত ১৪

এপি, পাকিস্তান :

পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের আগের দিন এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও দুই ডজনেরও বেশি আহত হয়েছেন।

বুধবার(৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই জানান, বেলুচিস্তান প্রদেশের পাশিন জেলায় এ হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

তবে পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচনের মাত্র একদিন আগে চালানো এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

পাকিস্তানে বিশেষ করে বেলুচিস্তানে সাম্প্রতিক সশস্ত্র হামলা বেড়ে যাওয়ার পর শান্তি নিশ্চিত করতে দেশজুড়ে কয়েক হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা সত্ত্বেও এই বোমা হামলা চালানো হলো।

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী গ্যাস সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটি দুই দশকেরও বেশি সময় ধরে বেলুচ জাতীয়তাবাদীদের নিম্ন স্তরের বিদ্রোহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বেলুচ জাতীয়তাবাদীরা প্রাথমিকভাবে প্রাদেশিক সম্পদের একটি অংশ চেয়েছিল, কিন্তু পরে তারা স্বাধীনতার জন্যও বিদ্রোহ শুরু করে।

প্রদেশটিতে পাকিস্তানি তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীরও শক্তিশালী উপস্থিতি রয়েছে।