অনলাইন ডেস্ক :
পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ছয় জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমে আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানি তালেবানদের একটি সাবেক ঘাঁটিতে এই ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার (২রা জানুয়ারী) ভোরের আগে অজ্ঞাত বন্দুকধারীরা ছয়জন নাপিতকে গুলি করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় পুলিশ প্রধান জামাল খান বলেছেন, অশান্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মীর আলী শহরে এই হত্যাকান্ডের জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। হতবাক বাসিন্দারা বলেন, নিহত ব্যক্তিরা সবাই নাপিত ছিলেন এবং বিভিন্ন দোকানে কাজ করত। পাকিস্তানি সশস্ত্র গোষ্ঠী কয়েক বছর আগে পশ্চিমা ধাঁচে দাড়ি ও চুল কাটা নিষিদ্ধ করেছিল।
স্থানীয় বাসিন্দা জাভেদ আলী জানান, গত মাসে তিনি চুল কাটার জন্য একটি নাপিত দোকানে গিয়ে নিহতদের একজনের সঙ্গে দেখা করেছিলেন। মীর আলী শহরটিতে পাকিস্তানি তালেবানদের ঘাঁটি আছে। যারা ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি’ নামে পরিচিত। টিটিপি একটি পৃথক গোষ্ঠী কিন্তু আফগান তালেবানের ঘনিষ্ঠ মিত্র। আফগান তালেবানরা ২০২১ সালের আগস্টে প্রতিবেশী আফগানিস্তানে ক্ষমতা দখল করে নেয়। পাকিস্তানের এই অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক হামলা হয়েছে। কর্তৃপক্ষ সেখানে প্রায়ই টিটিপির আস্তানাগুলো উচ্ছেদের প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে।
সূত্র: আল-অ্যারাবিয়া
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের