January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 31st, 2022, 8:18 pm

পাকিস্তানে বন্যা: ১৬ কোটি ডলারের জরুরি সহায়তার আবেদন জাতিসংঘের

এপি, ইসলামাবাদ :

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১৬ কোটি ডলারের জরুরি তহবিলের আবেদন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পাকিস্তানে কয়েক সপ্তাহের ভয়াবহ মৌসুমী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য বিশ্বের কাছে একটি সংকেত।’

তিনি বলেন, ‘আসুন আমরা জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের বিশ্ব যেভাবে ধ্বংস হচ্ছে, তা চোখ বন্ধ না করে ব্যবস্থা নেই। আজ, এটা পাকিস্তানে হচ্ছে, আগামীকাল, এটা আপনার দেশে হতে পারে।’

এদিকে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার জানিয়েছেন, ‘এই ভয়াবহ জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করতে গুতেরেস ৯ সেপ্টেম্বর পাকিস্তান সফর করবেন। জাতিসংঘের প্রধান বাস্তুচ্যুত পরিবারের সাথে দেখা করবেন।’

পাকিস্তানে জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া মৌসুমী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এক হাজার ১৬০ জনের বেশি মানুষ মারা গেছে। চলমান বন্যার কারণে তিন কোটি ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বন্যায় ফসল নষ্ট হয়েছে এবং তার সরকার খাদ্যের ঘাটতি এড়াতে গম আমদানির কথা ভাবছে।

তিনি বলেন, ‘পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনও অনিচ্ছাকৃত বিলম্ব, তার দেশের জনগণের জন্য ধ্বংসাত্মক হবে।’

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থ স্বচ্ছভাবে ব্যয় করা হবে এবং সমস্ত সাহায্য অসহায়দের কাছে পৌঁছানো হবে।