January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 10th, 2024, 9:30 pm

পাকিস্তানে বোমা বিস্ফোরণ, হতাহত ৩

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের পেশোয়ারের বোর্ড বাজার সড়কে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দুইজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। রোববার (১০ মার্চ) সকালে পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জিও টিভি। সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) কাশিফ আফতাব আব্বাসি বলেছেন, রোববার (১০ মার্চ) সকালে নাসির বাগ এলাকায় একটি মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট (বিডিইউ) জানিয়েছে, এটি আত্মঘাতী বিস্ফোরণ নয়। বিস্ফোরক স্থানান্তরের সময় বিস্ফোরণটি ঘটে।

তিনজন ব্যক্তি বিস্ফোরক পরিবহন করছিলেন। তাদের মধ্যে দুজন বিস্ফোরণে নিহত হন এবং একজন আহত হন। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট (বিডিইউ) জানিয়েছে, এটি আত্মঘাতী বিস্ফোরণ নয়। বিস্ফোরক স্থানান্তরের সময় বিস্ফোরণটি ঘটে। তিনজন ব্যক্তি বিস্ফোরক পরিবহন করছিলেন। তাদের মধ্যে দুজন বিস্ফোরণে নিহত হন এবং একজন আহত হন। মুখপাত্র সাজ্জাদ খান জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা খুবই আশঙ্কাজনক।

তাকে খাইবার টিচিং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহগুলোও হাসপাতালে পাঠানো হয়েছে। কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) কর্মকর্তা ও উদ্ধারকারী দলও আলামত সংগ্রহ করতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ঘটনার তদন্ত চলছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। বোর্ড বাজার পেশোয়ারের অন্যতম ব্যস্ত রাস্তা, যেখানে সাধারণত ভারী যানবাহন চলাচল করে। তবে সৌভাগ্যক্রমে বিস্ফোরণের সময় যান চলাচল কম ছিল।