Tuesday, August 29th, 2023, 8:35 pm

পাকিস্তানে ভারতীয় দূতাবাসের প্রথম নারীপ্রধান

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের প্রথম নারী হিসেবে চার্জ ডি’ অ্যাফেয়ার্স বা প্রধান হচ্ছেন গীতিকা শ্রীবাস্তব। বর্তমানে ইন্দো-প্যাসিফিক বিষয়ক যুগ্ম সচিব পদে রয়েছেন গীতিকা শ্রীবাস্তব। ২০১৯ সালের আগস্ট থেকেই পাকিস্তানে অবস্থিত ভারতের হাইকমিশনে কোনো হাইকমিশনার নেই। তাই হাইকমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন চার্জ ডি’ অ্যাফেয়ার্স’। এ পদে থাকা ব্যক্তি একজন কূটনীতিক, যিনি রাষ্ট্রদূত বা হাইকমিশনারের অনুপস্থিতিতে অস্থায়ীভাবে একটি বিদেশি দেশে কূটনৈতিক মিশনের প্রধান হন।

শ্রীবাস্তব ২০০৫ সালে ভারতীয় ফরেন সার্ভিস অফিসার পদে নিযুক্ত ছিলেন। তিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত চীনে ভারতীয় হাইকমিশনে কাজ করেছেন। এ ছাড়া কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত মহাসাগর অঞ্চল বিভাগের পরিচালক ছিলেন। বর্তমান চার্জ ডি’ অ্যাফেয়ার্স ড. এম সুরেশ কুমার নয়াদিল্লিতে ফিরে এলে শ্রীবাস্তব ইসলামাবাদ যাবেন। সূত্র : ইন্ডিয়া টাইমস