আন্তর্জাতিক ডেস্ক
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় ২৬ পর্যটক প্রাণ হারান। ওই হামলার ঘটনাকে পেছনে শুরু থেকেই পাকিস্তানকেই দায়ী করে আসছে। অপরদিকে পাকিস্তানও এ ধরনের দাবি প্রত্যাখ্যান করে আসছে। কিন্তু তারপরেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একের পর এক পদক্ষেপ দুদেশের মধ্যে উত্তেজনার সূত্রপাত ঘটিয়েছে। আর সবশেষ তা হামলা পাল্টা হামলায় রূপ নিয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের অন্তত নয়টি স্থানের ২৪টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে ভারতের এই হামলায় এখন পর্যন্ত ৭০ জন নিহত হয়েছে। যদিও এই সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি বা পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে পাকিস্তানে অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ কেন রাখা হলো? এর উত্তর জানতে দুই সপ্তাহ আগের পহেলগামে হামলার দিকে তাকাতে হবে। ওই হামলায় ২৫ নারী বিধবা হয়েছেন যাদের বেশির ভাগই চোখের সামনেই স্বামীর মৃত্যু দেখেছেন। এদের মধ্যে একজনের বিয়ে হয়েছিল মাত্র কয়েকদিন আগে।
সিঁদুর হিন্দু নারীরা বিয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেন। এই হামলার নাম অপারেশনের সিঁদুর রাখা হয়েছে মূলত ওই হামলায় স্বামী হারানো নারীদের ক্ষত এবং কষ্টের কথা তুলে ধরে। তাদের সঙ্গীদের চোখের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর প্রকাশিত একটি ছবিতে ব্লক অক্ষরে ‘অপারেশন সিঁদুর’ লেখা আছে। সিঁদুরে একটি ‘ও’ হলো সিঁদুরের বাটি। এর কিছু অংশ ছড়িয়ে পড়েছে। এটা ওই ২৫ জন নারীর জীবনসঙ্গীকে কেড়ে নেওয়া নির্মমতার প্রতীক। ক্যাপশনে লেখা ছিল-‘ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। জয় হিন্দ’।
বেশ কিছু সূত্রের বরাত দিয়ে পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দে রাখা হয়েছে।
এদিকে পাকিস্তানে ভারতের এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি। গুতেরেস জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান নিয়ে তিনি উদ্বিগ্ন।
এছাড়া ভারতের এই হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা খুবই দুঃখজনক। এইমাত্র এ বিষয়ে জানলাম। আমার মনে হয় অতীতের কিছু ঘটনার ওপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু একটা ঘটতে চলেছে। তারা অনেক দিন ধরে লড়াই করে আসছে। তারা বহু দশক ধরে লড়াই করে আসছে। আমি আশা করি এটা খুব দ্রুত শেষ হবে।
অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা করছি যে, এটা দ্রুত শেষ হবে এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত ও পাকিস্তান উভয় নেতৃত্বকে সম্পৃক্ত করা অব্যাহত থাকবে।
আরও পড়ুন
ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
মুজাফফরাবাদ ও পাঞ্জাবে ভারতের হামলায় মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: ২৬ নিহত
জুবাইদার ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান