সিনহুয়া, ইসলামাবাদ :
জুলাই মাসে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় পাকিস্তানের বিভিন্ন অংশে অন্তত ১৮৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
নিহতদের মধ্যে ৯৬ জন শিশু ও ৩০ জন নারী রয়েছেন বলে এনডিএমএর প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ৬৮ জন নিহত হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ সিন্ধু প্রদেশে যথাক্রমে ৬৫ ও ৩২ জন নিহত হয়েছে। এ ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ১৩ জন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাঁচজন এবং উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলে চারজন নিহত হয়েছে।
এ সময়কালে ৩৫২টি গবাদি পশু মারা গেছে এবং ২ হাজার ২৯৩টি বাড়ি ও ৩০টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেছে এনডিএমএ।
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৭
অবশেষে বিপিএলের টিকিট মূল্য প্রকাশ, কিনবেন যেভাবে
ঢাকায় নেমে আফ্রিদি বাংলায় বললেন, ‘আমি চলে এসেছি’