অনলাইন ডেস্ক :
সুস্থ হয়ে এশিয়া কাপে যোগ দিচ্ছেন লিটন দাস। সোমবার সকালে গণমাধ্যমে কাছে এই খবর আসে। বিসিবির একটি সূত্র জানা যায়, রাত নয়টার ফ্লাইটেই পাকিস্তান রওনা হবেন তিনি। তবে লিটনের এশিয়া কাপ খেলতে যাওয়ার খবর জানেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি প্রধান বলেন, ‘প্রথম কথা হচ্ছে আমার জানা নেই ও (লিটন) যাচ্ছে। এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, ওর কী অবস্থা। ও যে যাচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।’
তিনি আরও বলেন, ‘কীভাবে যাবে (লিটন)? (আমার) অনুমোদন ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা… আমার কাছে একদম (বিস্ময়কর)।’
আরও পড়ুন
টেস্ট ক্রিকেট: মরণদশা থেকে বাঁচানোর উপায় কী
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?