January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 7th, 2021, 12:57 pm

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০

পাকিস্তানের বেলুচিস্তানে বৃহস্পতিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত ও ২০০ জন এর বেশি আহত হয়েছে।

বেলুচিস্তানের সিনিয়র প্রাদেশিক কর্মকর্তা সোহাইল আনোয়ার শাহীন বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে উদ্ধার কর্মীদের কয়েক ঘণ্টা লেগে যেতে পারে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তান প্রদেশের হরনাই থেকে প্রায় ১৪ কিলোমিটার (৮ মাইল) উত্তর-উত্তরপূর্বে। এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) নিচে আঘাত হানে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বাঞ্চলীয় হারনাই জেলায়, যেটি একটি খনি এলাকা হিসেবে পরিচিত।

শাহিন বলেন, ভোরে যখন ভূমিকম্প আঘাত হানে তখন অনেক শ্রমিক কর্মস্থলে ছিল। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।