সিনহুয়া, ইসলামাবাদ :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সামরিক অভিযানে সাত সন্ত্রাসী নিহত হয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের উপস্থিতি জেনে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
আইএসপিআর বলেছে, সৈন্যরা সন্ত্রাসীদের অবস্থানকে কার্যকরভাবে শনাক্ত করে, যার ফলে অভিযানকালে সাত সন্ত্রাসী নিহত হয়। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, দেশজুড়ে কোথাও কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।
আরও পড়ুন
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য