October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 8th, 2025, 2:33 pm

পাকিস্তানে সেনা কনভয়ে হামলা, নিহত ১১

ফাইল ফটো

 

পাকিস্তানের আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি কনভয়ে জঙ্গিদের অতর্কিত হামলায় ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। খবর রয়টার্স -এর।

বুধবার (৮ অক্টোবর) উত্তরপূর্বাঞ্চলীয় কুররাম জেলায় এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন অফিসার ও নয়জন সেনা সদস্য রয়েছেন।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, কনভয়ের চলার পথে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এরপর বহু জঙ্গি অতর্কিতে গুলি চালায়। হামলার পরপরই ওই এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি বলেছে, তাদের যোদ্ধারাই সেনা কনভয়টিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অরাকজাই সংলগ্ন জঙ্গি বিরোধী অভিযানে ১৯ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। ওই অভিযান চলাকালীন সময়েই সেনারা প্রাণ হারান বলে জানানো হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা দ্রুত বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই বেশিরভাগ হামলা চালানো হচ্ছে। টিটিপি পাকিস্তান সরকারকে উৎখাত করে কঠোর ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চায়, আর সেই লক্ষ্যেই তারা হামলা জোরদার করেছে।

এনএনবাংলা/