October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 8:29 pm

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভে নিহত ৮

 

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে টানা চার দিনের সহিংস বিক্ষোভে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও বহু মানুষ।

রয়টার্স জানায়, সোমবার থেকে হাজারো মানুষ বিভিন্ন শহর থেকে মুজাফফরাবাদে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তবে বাইরে বিশ্বের কাছে সীমিত তথ্যই পৌঁছেছে। কর্তৃপক্ষ ওই অঞ্চলের টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বুধবার মুজাফফরাবাদের একটি সেতুতে দাঙ্গা-পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। স্থানীয় গণমাধ্যম বলছে, বিক্ষোভের কারণে ওই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, স্কুল ও পরিবহন বন্ধ রয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, কাশ্মীরিদের সমস্যা সমাধানে সরকার সবসময় প্রস্তুত। তিনি সংঘর্ষ তদন্তে রাজনীতিবিদদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরও একই ধরনের বিক্ষোভে চারজন নিহত হন। পরে সরকার কাশ্মীরিদের বেশিরভাগ দাবি মেনে নেয় এবং আটা ও বিদ্যুতের ভর্তুকিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২ হাজার ৪০০ কোটি রুপি বরাদ্দ দেয়।

এনএনবাংলা/