December 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 5th, 2025, 4:08 pm

পাকিস্তান-ইন্দোনেশিয়াসহ ৪ দেশে বন্ধ হচ্ছে ভয়েস অব আমেরিকা

 

ভয়েস অব আমেরিকা (VOA) বিশ্বের বিভিন্ন দেশে তার কার্যক্রম কমানোর পরিকল্পনা করছে। মার্কিন প্রশাসনের খবর অনুযায়ী, ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পরিসর সীমিত করার অংশ হিসেবে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ নভেম্বর কংগ্রেসে একটি নোটিশ পাঠিয়েছেন VOA-এর প্রধান ক্যারি লেক। নথিতে ছয়টি বিদেশি সংবাদ ব্যুরো ও চারটি মার্কেটিং অফিস বন্ধের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে।

বন্ধ হতে যাওয়া গুরুত্বপূর্ণ অফিসগুলোর মধ্যে রয়েছে—জাকার্তা (ইন্দোনেশিয়া), ইসলামাবাদ (পাকিস্তান), নাইরোবি (কেনিয়া) এবং প্রাগ (চেক প্রজাতন্ত্র)।

এছাড়া জার্মানি, থাইল্যান্ড ও বতসোয়ানায় VOA-এর রেডিও স্টেশনগুলোও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন হলে ঠিকাদারদের মাধ্যমে সম্প্রচার চালানো যেতে পারে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো ভিওএ-এর বৈশ্বিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমানো।

বিশ্লেষকরা মনে করছেন, এটি ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক সংবাদ কাঠামো নিয়ন্ত্রণের চলমান প্রচেষ্টার একটি অংশ।

এনএনবাংলা/