অনলাইন ডেস্ক :
পরপর দুটি টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপা জিততে পারল না পাকিস্তান। প্রথমটি এশিয়া কাপ। ওই টুর্নামেন্টে অবশ্য দারুণ খেলেছিল বাবর আজমের দল। ফাইনালে হেরে যায় শ্রীলঙ্কার কাছে। কিন্তু বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেও ভাগ্যের জোরে তারা সেমিফাইনাল এবং ফাইনালে পৌঁছে যায়। রোববার ফাইনালে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে রানার্স-আপ হয়েছে পাকিস্তান। এতে স্বাভাবিকভাবেই হতাশ দেশটির ক্রিকেটাঙ্গন। পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির শুধু হতাশই নন, সেই সঙ্গে ক্ষুব্ধও বটে। ফাইনালে হারের পর তিনি বাবর আজমদের ধুয়ে দিয়েছেন। পাকিস্তানের টিভি চ্যানেল ‘২৪ নিউজ এইচডি’কে ৩০ বছর বয়সী এই গতি তারকা বলেছেন, ‘ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে ফাইনালে ওঠা বিশাল ব্যাপার। কিন্তু আমরা ফাইনাল খেলার যোগ্যই ছিলাম না। সবাই জানে, আমরা কিভাবে উঠেছি। ব্যাটারদের পারফরম্যান্স দেখলেই সব বুঝবেন। আগেই বলেছি, আমাদের ব্যাটাররা সিডনির বাইরে সংগ্রাম করবে। মেলবোর্নে ঠিক সেটাই হয়েছে। এটা হওয়ারই ছিল। ’১৩৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। এরপর বেন স্টোকস ও হ্যারি ব্রুক রুখে দাঁড়ান। ইংল্যান্ডের এই ঘুরে দাঁড়ানোর পেছনে বাবর আজমকেই দায়ী করেন আমির, ‘বাবরকে বলছি, তুমি সাহসী সিদ্ধান্ত নাওনি। ওদের ব্যাটার হ্যারি ব্রুক শাদাবের বলে অস্বস্তিতে ছিল। পরে শাদাবই ওকে আউট করেছে। ওই উইকেটে আর্ম বল খুব ভালো ধরছিল। এটা জেনেও তুমি মোহাম্মদ নওয়াজকে বোলিংয়ে আনলে না কেন? এখন তো বলবে যে আমি তোমার সমালোচনা করছি। কিন্তু যখন তুমি হারবে, এ বিষয়গুলো লুকিয়ে রাখতে পারবে না। ’
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি