February 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 22nd, 2025, 2:42 pm

পাকিস্তান ম্যাচের ভারত একাদশ বাছাই করলেন সৌরভ

অনলাইন ডেস্ক:
জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করেছে ভারত। বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোয় সেমির পথ অনেকটাই সহজ হয়ে গেছে তাদের জন্য। গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচের মধ্যে একটি জিতলেও বড় সম্ভাবনা থাকবে সেমির। পরের ম্যাচে তারা মুখোমুখ্যি হবে পাকিস্তানের।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের একাদশ নিয়ে কথা বলেছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে উইনিং কম্বিনেশ ভাঙা ঠিক হবে না। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে ভারত, একই দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার পক্ষে সৌরভ।

তিনি বলেন, ‘দুবাইয়ের পিচে ব্যাট করা সহজ নয়। স্পিনারেরা সুবিধা পাবে। অর্শদীপ সিংয়ের খেলার সম্ভাবনা দেখছি না। তিন জন স্পিনার থাকবেই দলে। কারণ পাকিস্তানের ব্যাটারেরা স্পিনের বিরুদ্ধে খুব একটা ভালো না। হার্দিক থাকবে তৃতীয় পেসার হিসেবে। জেতা দলে পরিবর্তনের প্রয়োজন নেই।’

গিলের সেঞ্চুরি নিয়ে সৌরভ বলেন, ‘শুবমান গিল ভালো খেলেছে। তবে ভারতীয় দলের এক থেকে পাঁচ-ছয় নম্বর পর্যন্ত সকলেই ভালো। সবাই সেঞ্চুরি করতে পারে। যে কেউ ম্যাচ জেতাতে পারে। অক্ষর পটেল পাঁচ নম্বরে ব্যাট করছে। তার পর লোকেশ রাহুল, হার্দিক, রবীন্দ্র জাদেজারা থাকছে। দলটার ব্যাটিং গভীরতা দারুণ।’

‘শামি ভালো বল করেছে। চোট থেকে ফেরার পর পাঁচ উইকেট পেল। এই প্রতিযোগিতায় জাসপ্রীত বুমরাহ নেই। দুইদিক থেকে দুইজনকে পাওয়া গেলে খুব ভালো হত। তবে হার্ষিত রানা ভালো বল করছে। শামিকে এভাবেই সামনে থেকে বোলিংয়ে নেতৃত্ব দিতে হবে।’-যোগ করেন তিনি।

গত ম্যাচের ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।