January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 19th, 2023, 8:17 pm

পাকিস্তান যুব দলের কোচ মোহাম্মদ ইউসুফ

অনলাইন ডেস্ক :

বড়দের বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তান দলের। বিশ্বকাপে পঞ্চম হয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাবর আজমের দল। বিশ্বকাপ ব্যর্থতায় বিদায় নেয় কোচ, অধিনায়কসহ কোচিং প্যানেলের সবাই। তবে বড়দের বিশ্বকাপের মতো ছোটদের বিশ্বকাপেও যেন ভরাডুবি না হয় সেজন্য আগেই কোচ পরিবর্তন করলো পাকিস্তান। যুব বিশ্বকাপের আগে পাকিস্তান যুব দলের কোচের দায়িত্বে এসেছেন সাবেক পাক কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। আগামী মাসে আরব আমিরাতে বসছে যুব এশিয়া কাপ। টুর্নামেন্টের আগেই তাই কোচ পরিবর্তন করলো তারা।

কোচের দায়িত্ব পেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে ধন্যবাদ দিয়ে মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমি খুব আনন্দিত পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পেয়ে। এতে করে আমি দেশকে আরও কিছু দিতে পারবো। আমি যুব এশিয়া কাপ ও আসন্ন যুব বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। এই দুটো টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ ৪৯ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজারেরও বেশি রান করেছেন। এর আগে তিনি জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন। তাছাড়া জাতীয় ক্রিকেট একাডেমিতেও কাজ করেছেন ইউসুফ।