February 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 4th, 2025, 11:58 am

পাকিস্তান-সৌদি আরবের মধ্যে ১.৬১ বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:
জ্বালানি তেল আমদানি ও পরিকাঠামো উন্নয়নে ১.৬১ বিলিয়ন ডলারের দুটি চুক্তি সই করেছে পাকিস্তান ও সৌদি আরব। সোমবার স্বাক্ষরিত হওয়া এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের (এসএফডি) প্রধান নির্বাহী সুলতান আবদুর রহমান আল-মারশাদ উপস্থিত ছিলেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। এ দুই চুক্তির মধ্যে রয়েছে মানসেহরায় মধ্যাকর্ষণ-নির্ভর (গ্র্যাভিটি-ফ্লো) পানি অবকাঠামো উন্নয়নের জন্য ৪১ মিলিয়ন ডলারের একটি সহজ শর্তের ঋণ এবং সৌদি আরব থেকে ১.২০ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানির এক বছরের বিলম্বিত অর্থপ্রদানের সুবিধা।

চুক্তিগুলোতে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের পক্ষে সুলতান বিন আবদুর রহমান আল-মারশাদ এবং পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব ড. কাজিম নিয়াজ স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক ডার, কয়েকজন মন্ত্রী, পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল-মালকি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিলম্বিত অর্থপ্রদানের তেল আমদানি সুবিধাকে স্বাগত জানিয়ে বলেন, এই চুক্তির ফলে পাকিস্তানকে ১.২০ বিলিয়ন ডলারের তেল আমদানির ক্ষেত্রে এক বছরের সময়সীমা দেওয়া হবে, যা তাৎক্ষণিক বাজেট সংকট কমাতে সহায়তা করবে এবং জ্বালানির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে।

এছাড়া, মানসেহরায় গ্র্যাভিটি ফ্লো ওয়াটার সাপ্লাই প্রকল্পে এসএফডি ৪১ মিলিয়ন ডলার অনুদান দেবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১,৫০,০০০ স্থানীয় বাসিন্দা নিরাপদ ও বিশুদ্ধ পানি পাবেন, যা ২০৪০ সালের চাহিদাও পূরণ করতে সক্ষম হবে। এই চুক্তিগুলো পাকিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং নাগরিকদের জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।