October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 1:48 pm

পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন ড. ইউনূস

 

জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে।

এদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন ড. ইউনূস। মঙ্গলবার নিউইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান। বৈঠকে অজয় বাঙ্গা এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। ড. ইউনূস জানান, শেখ হাসিনার শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, আর সেই অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় অগ্রাধিকার।

এর আগে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো ইওয়েলার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশের রপ্তানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য হ্রাসসহ নানা বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, এলডিসি থেকে উত্তরণের পথে বাংলাদেশের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা কামনা করেন তিনি।

অন্যদিকে, নেদারল্যান্ডসের রাণী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গে বৈঠকেও বসেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং সবুজ জ্বালানি খাতে সহযোগিতার আহ্বান জানান তিনি।

 

এনএনবাংলা/