January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 19th, 2022, 8:29 pm

পাঞ্জাবে বরযাত্রীবাহী নৌকাডুবে ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের পূর্ব পাঞ্জাবে ইন্দুস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩০ জন। নৌকাটিতে প্রায় একশ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার (১৯ জুলাই) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এর আগে, গত সোমবার এ ঘটনা ঘটে। দেশটির সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সাদিকাবাদ জেলায়। এটি পাঞ্জাবের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণে অবস্থিত। জানা গেছে, নৌকায় ৯০ থেকে ১০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নৌকাটিতে উপচেপড়া ভিড় ছিল। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। স্থানীয় সরকারী কর্মকর্তা আসলাম তাসলিম স্থানীয় জিও নিউজ টিভিকে বলেন, আমরা এখন পর্যন্ত ২০টি মরদেহ উদ্ধার করেছি। তাদের বেশিরভাগই মহিলা। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন। আমরা সঠিকভাবে বলতে পারছিনা নৌকাটিতে আসলে কতজন যাত্রী ছিল। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।