December 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 4th, 2025, 4:21 pm

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পঁচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকায় ৮৬৪/৫নং মূল সীমান্ত পিলারের কাছে এই ঘটনাটি ঘটে।

নিহত সবুজ পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পঁচাভান্ডার গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

ঘটনার পর প্রতিবাদ জানিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সবুজসহ কয়েকজন বাংলাদেশি ভারতীয় গরু আনার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখার দিকে গেলে ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সবুজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে ফিরে আসেন। পরে বিএসএফ সদস্যরা নিহত সবুজের মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে যায়।

৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুম বলেন, ঘটনার প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। তিনি আরও জানান, ভারতের মাথাভাঙ্গা থানা থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন।

এনএনবাংলা/