মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মঙ্গলবার সকালে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে টার্মিনালটিতে যানবাহন ও যাত্রী কমেছে।
তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ জানিয়েছেন, ঈদে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ফেরির সংখ্যা বাড়িয়ে ১৮টি করা হয়েছে।
তিনি আরও জানান, ঢাকা থেকে যাত্রীদের পারাপারের সুবিধার্থে কর্তৃপক্ষ ওপার থেকে খালি ফেরিগুলো ফিরিয়ে আনছে।
এছাড়া পাটুরিয়ার পাঁচটি ঘাট সংস্কার করা হয়েছে এবং পুরোপুরি চালু রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, কোরবানির পশুবোঝাই ট্রাক বহনের জন্য একটি বিশেষ ফেরির ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা থাকলেও যানজট না থাকায় ট্রাক চলাচল স্বাভাবিক রেখেছে কর্তৃপক্ষ।
পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, কোরবানির পশু বহনকারী ট্রাক নির্বিঘ্নে চলাচলের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
যেকোনো ধরনের চাঁদাবাজি ঠেকাতে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসা না পেলে আবার জুলাই হবে: পঙ্গু হাসপাতালে আহতদের হুঁশিয়ারি
উত্তাল হতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি