January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 6th, 2025, 8:40 pm

পাঠ্য বইয়ে অভ্যূত্থানের ইতিহাস বিকৃতি চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

রংপুর ব্যুরো:
পাঠ্য বইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যার তারিখ ভূলসহ অভ্যূত্থানের ইতিহাস বিকৃতি চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এ কর্মসূচীতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার সদস্য সচিব রহমত আলী’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, শিক্ষার্থী শামসুর রহমান সুমন, মাহমুদুল হাসান আবিরসহ অন্যরা।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কারণে বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন ত্বরান্বিত হয়েছিল। ১৬ জুলাই সারা বিশ্বে আবু সাঈদের সেই আত্মত্যাগের দৃশ্য দেখেছে। পরবর্তীতে সারাদেশের ছাত্র-জনতা জেগে উঠলে স্বৈরাচার সরকারের পতন হয়। নতুন বছরের পাঠ্য বইয়ে আবু সাঈদ হত্যাকান্ডের তারিখ ভূল করা হয়েছে। এটি ইচ্ছাকৃতভাবে অভ্যত্থানের ইতিহাস বিকৃত করার চেষ্টা হচ্ছে কিনা তা কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তারিখ ও ইতিহাস বিকৃতিকারীদের চিহ্নিত করে শাস্তির দাবী জানান বক্তারা।