July 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 2nd, 2025, 7:14 pm

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম

সিলেট অফিস:

সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। শুক্রবারের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে শনিবার (৫ জুলাই) থেকে ধর্মঘট শুরু হবে বলে জানিয়েছেন তারা।

বুধবার (২ জুলাই) দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। সমাবেশে সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বক্তব্য রেখে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, শ্রমিক ও ব্যবসায়ীদের দাবি ন্যায্য ও যৌক্তিক। তিনি সতর্ক করেন, দ্রুত পদক্ষেপ না নিলে সিলেটের অর্থনীতি বিপর্যস্ত হবে।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি হলো:
১. বন্ধ পাথর কোয়ারি খুলে দেওয়া,
২. ক্রাশার মেশিন ধ্বংসের অভিযান বন্ধ করা,
৩. পাথর পরিবহনকারী ট্রাক আটক না করা,
৪. চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করা,
৫. সিলেট জেলা প্রশাসকের অপসারণ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের “জিরো টলারেন্স” নীতির নামে চালানো অভিযান শ্রমিক ও মালিকদের উপর অযথা কড়াকড়ি আরোপ করছে। তারা বলেন, দাবিগুলো মেনে না নিলে ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি পেতে পারে এবং এর দায় সরকারের উপর হবে।

উল্লেখ্য, ১৪ জুন পরিবেশ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা পর্যবেক্ষণে যান জাফলং এলাকায়, যেখানে পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের অবরোধ ও বিক্ষোভ দেখান। মন্ত্রণালয়ের নির্দেশনায় গত কয়েক সপ্তাহ ধরে সিলেটের বিভিন্ন স্থানে অবৈধ পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ও ক্রাশার মেশিন ধ্বংসের অভিযান চলছে।

স্থানীয়রা জানান, ২০২০ সালের ফেব্রুয়ারিতে সরকারি নির্দেশনায় কোয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ হয়। এরপর অবৈধভাবে উত্তোলন শুরু হলেও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিবর্তনের পর কোয়ারির নিয়ন্ত্রণ অন্য পক্ষের হাতে চলে যায় এবং অবৈধ কার্যক্রম বৃদ্ধি পায়।