রংপুর ব্যুরো:
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রংপুরের সাধারণ শিক্ষার্থীরা । গতকাল শনিবার (১২ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুলের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা টাউন হল, জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, লালবাগ, কারমাইকেল কলেজ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন“চাঁদা নেয় বাংলাদেশে, ভাগ যায় লন্ডনে”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?”,“চব্বিশের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই” এবং “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”।বক্তারা বলেন, “মধ্যযুগীয় কায়দায় পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে। এমন বর্বরতা আমাদের ইতিহাসে নজিরবিহীন। কেবলমাত্র দলীয় বহিষ্কার নাটক করে এই ঘৃণ্য অপরাধ চাপা দেওয়া যাবে না। যারা এ ঘটনার সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিল বলেন, “এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, এটি পুরো দেশের ছাত্র সমাজের মনে ক্ষোভ সৃষ্টি করেছে। যারা চাঁদাবাজি করে, খুন করে—তাদের বিরুদ্ধে শুধু দল থেকে বহিষ্কার নয়, আইনি পদক্ষেপ নিতে হবে। দলীয়ভাবে মামলা করে বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংসতা করতে না পারে।সমাবেশে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, এনসিপি নেতা আলমগীর হোসেনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই