চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট দুই নম্বর রেল ক্রসিংয়ের সিগন্যাল বাঁশকল এলাকা থেকে পানের খিলির সঙ্গে ইয়াবা বিক্রি করার অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মে) গভীর রাতে নিজের পানের দোকান থেকে মো.সাজু মিয়া (৪১) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পানের দোকান থেকে সাজুকে গ্রেফতার করা হয়। বিশেষ কায়দায় পানের খিলির ভেতরে তিনি ইয়াবা বিক্রি করতেন। গ্রেফতার করার সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিভিন্ন থানায় সাজুর বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে শুক্রবার (৭ মে) আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প্রতিনিধি সমাবেশ
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
কুমিল্লায় ৪ ডাকাত গ্রেফতার। দেশীয় অস্রসহ ২ পিকআপ উদ্ধার