December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 22nd, 2024, 5:26 pm

পাবনায় অনৈতিক সুবিধায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি, বাতিলের দাবিতে  মানববন্ধর ও স্মারকলিপি প্রদান 

পাবনা প্রতিনিধি :
পাবনায় বদলি ও পদোন্নতি নীতিমালা অমান্য অনৈতিক সুবিধায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বাতিলের দাবিতে মানববন্ধর করেছে শিক্ষকরা।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে পাবনা সদর উপজেলা চত্বরে সদর উপজেলা আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
বক্তারা বলেন, পাবনা সদরের সহকারী শিক্ষকেরা দীর্ঘকাল ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছে, অপরদিকে সহকারী শিক্ষকের শুন্যপদগুলো বহিরাগত শিক্ষকের দ্বারা পূরণ হয়ে যাওয়ায় সদরের চাকুরী প্রত্যাশী মেধাবী ও যোগ্য স্থায়ী বাসিন্দারা নিয়োগ বঞ্চিত হচ্ছে। এই সব অবৈধ নিয়োগ দ্রুত বাতিলের দ্রুত দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন, নার্গিস খন্দকার, সাঈদ উল ইসলাম, আলাউদ্দিন পরাগ, কে এম মুক্তাদীর, জাহাঙ্গীর আলম ও নাছির উদ্দিন ।
মানববন্ধন শেষে সদর উপজলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দরা।