November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 3rd, 2024, 7:17 pm

পাবনায় অপহৃত মাদ্রাসা ছাত্র রমজান আলীকে উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

পাবনা জেলার চাটমোহর থানাধীন চড়াইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর অপহৃত ছাত্র রমজান আলী (১৩)কে ভাঙ্গুড়া থেকে উদ্ধার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

উদ্ধারকৃত ছাত্র রমজান আলী চাটমোহর থানার চড়াইকোল গ্রামের আকমল হোসেনের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, ৩০ অক্টোবর রমজান আটঘরিয়ায় তার নানা বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়।
ঐদিন সন্ধ্যায় রমজানের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। পরবর্তীতে রাত আনুমানিক ৭ ঘটিকায় অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে রমজানের মাকে জানায় নিখোঁজ রমজান আলী তাদের কাছে আছে এবং তাকে ফিরে পেতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে। টাকা দিতে ব্যর্থ হলে তার সন্তানকে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ ময়না খাতুন বাদী হয়ে পরের দিন ৩১ অক্টোবর তারিখ চাটমোহর থানায় অজ্ঞানামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ২ নভেম্বর রাতে পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন বড়াল ব্রিজ এলাকা হতে অপহৃত ভিকটিম মোঃ রমজান আলীকে সম্পূর্ন সুস্থ অবস্থায় উদ্ধার করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা কৌশলে পালিয়ে যায়। পলাতক অপহরনকারীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে। পরে উদ্ধারকৃত রমজান আলীকে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।