January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 9th, 2025, 7:45 pm

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা ও এক জনকে ২০ দিনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি:
পাবনার সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা ও এক জনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোয়ালবাড়ি পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  মুরাদ হোসেন নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়  সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে চরতারাপুর ইউনিয়নের  রশিদ প্রামাণিক, শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন করচ্ছিলো।

এসময় এস কে বেটার মালিক রশিদ প্রামানিক কে ৫০ হাজার টাকা জরিমানা ও বড় টলি গাড়ি মালিক শাহিন আলম কে ৫০ হাজার টাকা জরিমানা এবং মিজানুর রহমান নামে এক জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় চারতারাপুর ইউনিয়নের পুলিশ বিট অফিসার মোহাম্মদ ইব্রাহিম খান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।