March 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 23rd, 2025, 3:26 pm

পাবনায় আন্তসমর্পনকৃত চরমপন্থী সদস্যদের মাঝে চাল বিতরণ

পাবনা প্রতিনিধি: পাবনায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আন্তসমর্পনকৃত চরমপন্থী সদস্যদের মাঝে চাল বিতরনক করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মনোহরপুর এলাকার জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে এই চাল বিতরন করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন এনএসআই’র উপপরিচালক মোঃ তৌফিক ইকবাল, সহকারি পরিচালক এবিএম লুৎফুল কবির, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম, জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বাবলু ব্যাপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন।

অনুষ্ঠানে ৭০জন চরমপন্থী সদস্যদের মাঝে ৩০ কেজি করে চাল তুলে দেন অতিথিবৃন্দরা।